গোরি সুনাগরি অধরে অধর ধরি
ঘুমল বিদগধ চোর।
কনয়া কমলে মাতি রহল কিয়ে
হিমকরে যৈছে চকোর।।
দেখ সখি গোরী শুতলি শ্যামকোর।
লাগল নীলরতন কিয়ে কাঞ্চন
কুবলয়ে চম্পকজোর।।
অঙ্গ মনোহর পীন পয়োধর
রাতুল করতল সাজে।
উলটল কমল বিকচ কিয়ে ঝাপল
কনয়া ধরাধর রাজে।।
নাগরগুরু অরু নাগরী সাজল
সুন্দর ভুজযুগ অঙ্গ।
জলদে বিহরি জনু বেঢ়ি রহল তনু
গোবিন্দদাসে রহু ধন্দ।।