গোরা মো বড় পাপিয়া পাপে সদা চিত হয়।
লোভ মোহ কাম ক্রোধে অতি দূরাশয়।।
মদ মাৎসর্য্য বৈসে হৃদয়ের মাঝে।
পরস্পর ছয় রিপু নিরন্তর যুঝে।।
ইহার পীড়াতে মন ধরিতে না পারি।
অশেষ বিশেষ পাপ তাপে পুড়্যা মরি।।
যত পাপ করিলাঙ তার সীমা নাই।
মো সম পতিত আর নাই কোন ঠাঁই।।
জগাই মাধাই উদ্ধারিলা সেহো বড় নয়।
যাহার সহায় ঠাকুর নিত্যানন্দ হয়।।
মোরে পার কর যদি এড়িয়া সংসার।
দেখে জগজনে তবে করুণা তোমার।।
দাস হরেকৃষ্ণ কহে চরণে ধরিয়া।
উদ্ধারহ গোরাচাঁদ মো বড় পাপিয়া।।