গোরা মোর পাতকী উদ্বারে করুণায়ে।
বেদমুখে শুনি আমি পাতকী উদ্ধার তুমি
উদ্ধারিয়া রাখ নিজ পায়ে।।
কোক শোকময় বিষয় বিষম বড়
পড়িয়া রহিনু মায়া জালে।
না দেখো করুণ জন তারে কর নিবেদন
উদ্ধার পাইব কত কালে।।
শরীরের মাঝে যত তারা হইল বৈরীমত
কেহ কারো নিষেধ না মানে।
দেখিয়া যম রঘুবর বড়ই নাগয়ে ডর
হরি কথা না শুনিনু কানে।।
সাধু সঙ্গ না করিনু আপনি আপনা খাইনু
সদাই কুমতি সঙ্গ দোষে।
দশনে ধরিয়া তৃণ করো এই নিবেদন
বঞ্চিত না কৈর বলরাম দাসে।।