গোরা পহুঁ বিরলে বসিয়া।
অবনত বদন করিয়া।।
ভাবাবেশে ঢুলুঢুলু আঁখি।
রজনী জাগিল হেন সাখী।।
বিরস বদনে কহে বাণী।
আশা দিয়া বঞ্চিলা রজনী।।
কাঁদিয়া কহয়ে গোরা রায়।
এ দুঃখ সহনে নাহি যায়।।
কাতরে কহয়ে সবিষাদ।
নরহরি মাগে পরসাদ।।
গোরা পহুঁ বিরলে বসিয়া।
অবনত বদন করিয়া।।
ভাবাবেশে ঢুলুঢুলু আঁখি।
রজনী জাগিল হেন সাখী।।
বিরস বদনে কহে বাণী।
আশা দিয়া বঞ্চিলা রজনী।।
কাঁদিয়া কহয়ে গোরা রায়।
এ দুঃখ সহনে নাহি যায়।।
কাতরে কহয়ে সবিষাদ।
নরহরি মাগে পরসাদ।।