গোরা নাচে শচীর দুলালিয়া।
চৌদিকে বালক মেলি সভে দেয় করতালি
হরি বোল হরি বোল বলিয়া।।
গলায় সোনার কাঁঠি সুরঙ্গ চতুনা আঁটি
ঝোঁটা বাঁধা সুচাঁচর কেশ।
কত সাধ করি শচী পরায়েছে ধড়াগাছি
ভুবনমোহন নব বেশ।।
রজত কাঞ্চনে গড়া নানা আভরণে জড়া
সুবলিত তনুখানি সাজে।
রাতা উতপল জিনি চরণ যুগল জানি
চলিতে নূপুর ঘন বাজে।।
শচীর অঙ্গন তলে আনন্দে নাচিয়া খেলে
মুখে বোলে আধ আধ বাণী।
বাসুদেব ঘোষে বলে ধর ধর কর কোলে
গোরা মোর পরাণের পরাণী।।