গোরা নাচে প্রেম বিনোদিয়া।
অখিল ভুবনপতি বিহরে নদীয়া।।
দিগ্বিদিগ না জানে গোরা নাচিতে নাচিতে
চান্দমুখে হরি বোলে কান্দিতে কান্দিতে।।
গোলোকের প্রেমধন জীবে বিলাইয়া।
সংকীর্ত্তনে নাচে গোরা হরি বোল বলিয়া।।
প্রেমে গর গর অঙ্গ মুখে মৃদু হাস।
সে রসে বঞ্চিত ভেল বলরাম দাস।।