গোরা চাঁদ হারা শুনি গোপীনাথ ঘরে।
দারুণ বিষের শেল ফুটিল অন্তরে।।
টানিয়া খসায়ে কেহো হেন নাহি দেখি।
বিষম শেলের বিষ জ্বলে ধ্বকধ্বকি।।
গোরা বিনে দশদিশ সকলি আন্ধার।
গোরা বিনে ধিক ধিক জীবন আমার।।
এ কথা শুনিয়া কেনে না গেল পরাণ।
কেমন কঠিন হিয়া পাষাণ সমান।।
দাস হরেকৃষ্ণ মরে বুক বিদারিয়া।
নিরবধি ঝুরে আঁখি গোরা না দেখিয়া।।