গোরা অবতারে যার না হৈল ভকতিরস
আর তার না দেখি উপায়।
রবির কিরণে যার আঁখি পরসন্ন নৈল
বিধাতা বঞ্চিত ভেল তায়।।
ভজ গোরাচাঁদের চরণ।
এ তিন ভুবনে ভাই দয়ার ঠাকুর নাই
গোরা বড় পতিতপাবন।।ধ্রু।।
হেম জলদ কিয়ে কিয়ে প্রেম সরোবর
করুণাসিন্ধু অবতার।
পাইয়া এ হেন জন যে না হৈল সুশীতল
কি জানি কেমন মন তার।।
ভব তরিবারে হরি- নাম মন্ত্র ভেলা করি
আপনি গৌরাঙ্গ করে পার।
তবে যে ডুবিয়া মরে কেবা উদ্ধারিবে তারে
পরমানন্দের পরিহার।।