গোরাপ্রেমে গরগর নিতাই আমার।
অরুণ নয়ানে বহে সুরধুনী ধার।।
বিপুল পুলকাবলি শোহে হেম গায়।
গজেন্দ্রগমনে হেলি দুলি চলি যায়।।
পতিতেরে নিরখিয়া দুবাহু পসারি।
কোরে করি সঘনে বোলায় হরি হরি।।
এমন দয়ার নিধি কে হইবে আর।
নরহরি অধমে তারিতে অবতার।।
গোরাপ্রেমে গরগর নিতাই আমার।
অরুণ নয়ানে বহে সুরধুনী ধার।।
বিপুল পুলকাবলি শোহে হেম গায়।
গজেন্দ্রগমনে হেলি দুলি চলি যায়।।
পতিতেরে নিরখিয়া দুবাহু পসারি।
কোরে করি সঘনে বোলায় হরি হরি।।
এমন দয়ার নিধি কে হইবে আর।
নরহরি অধমে তারিতে অবতার।।