গোরখ জাগাই শিঙ্গাধ্বনি করতহিঁ
জটিলা ভীখ আনি দেই।
মৌনি যোগেশ্বর মাথ হিলায়ত
তবহিঁ ভীখ নাহি লেই।।
জটিল কহত তব কা তুহুঁ মাঙ্গত
যোগী কহত বুঝাই।
তেরে বধু হাত ভীখ হাম লেয়ব
তুরিতহি দেহ পাঠাই।।
পতিবরতা বিনু ভিক যব লেয়ব
যোগিবরত হোয়ে নাশ।
তাকর বচন শুনি তনু পুলকিত
ধাই কহল বধু পাশ।।
দ্বারে যোগিবর পরম মনোহর
জ্ঞানি বুঝলুঁ অনুমানে।
বহুত যতন করি রতনথারি ভরি
ভীখ দেহ তছু ঠামে।।
শুনি ধনি রাই আই করি উঠল
যোগি নিয়ড়ে হাম যাব।
জটিলা কহত যোগি নহ আন-মত
দরশনে হোয়ব লাভ।।
গোধুমচূর্ণ পূর্ণ থারি পর
কনক কটোরি ভরি ঘিউ।
কর যোড়ি রাই লেহ করি ফুকরই
তাহে হেরি থরহরি জিউ।।
যোগী কহত ভীখ নাহি লেয়ব
মুখবচন এক চাই।
নন্দনন্দন পর যো অভিমান সো
মাফ করহ হাম যাই।।
শুনি ধনি রাই চীরে মুখ ঝাঁপল
ভেখটধারি নটরাজ।
গোবিন্দদাসিয়া কহ নটবর শেখর
সাধল নিজ মনকাজ।।