গোবিন্দ-মুখারবিন্দ
নিরখি মন বিচারোঁ।
চন্দ্র কোটি ভানু কোটি
মদন কোটি ওয়ারোঁ।।
সুন্দর কপোল লোল
পঙ্কজ দল-নয়না।
অধর বিম্বু মধুর হাস
কুন্দ কলিক-দশনা।।
মণিকুণ্ডল মকরাকৃত
অলক-ভৃঙ্গপূঞ্জা।
কেশোরকে তিলক বৈনো
সোনে মড়ি গুঞ্জা।।
নব জলধর তড়িদম্বর
গলে বনমালা শোহে।
লীলা-নট সূরকে প্রভু
রূপে জগ-মন-মোহে।।