গোপালের ধরি করে নন্দরাণী লই ফিরে
আঙ্গিনাতে হাঁটন শিখায়।
খেনে খেনে ছাড়ি কর বলে কোলে আস্য মোর
আরে আরে সোনার যাদু রায়।।
রাণী দেয় করতালি হাঁটি পদ দুই চারি
ধরে আসি মায়ের আঁচল।
রাণী ছাড়াইয়া চীর বোলে বাছা হও স্থির
গোপাল করিছে টলমল।।
বাহু পশারিয়া রাণী কোলে করি যাদুমণি
যায় ত্বরা ভিতর মহলে।
মনে পাইয়া বড় সুখ হেরি হেরি চান্দ মুখ
চুম্ব দেই বদন কমলে।।
করেতে নবনী করি গোপালের মুখে ধরি
খাওয়াইছে মনের আনন্দে।
দাস হরেকৃষ্ণ মন দিবা নিশি অনুক্ষণ
ভজি রাঙা চরণারবিন্দে।।