গোধূলি সময় আছে
ঝিকিমিকি বেলা।
হাস্যা হাস্যা ঘর সন্ধাইল
বিনোদ নাগর কালা।।
একলা আমি বস্যা আছি
কেহ নাহি ঘরে।
গা দুর্দুর্ করে মোর
ননদিনীর ডরে।।
হেন সময় অকস্মাত
আইল মোর পতি।
অঙ্গ ছটায় ঘর ঝলমল
লুকাইব কতি।।
কে ও কে ও হেইগো হেইগো
কৈল দারুণ শোর।
সাঁজের বেলা কোথা হৈতে
আইল দারুণ চোর।।
লোচন বলে আগো দিদি
তুমি যেমন ঠেটা।
তেমতি ডিঙ্গর বটে
নন্দ ঘোষের বেটা।।