গেলা যত সখী বচন না শুনি
যুকতি করিছে কতি।
রাই মানাইতে না পারিল তারা
কি কব ইহার গতি।।
চলে ব্রজনারী যেখানে গোপিনী
কহিতে লাগিল তায়।
রাই মানাইতে না পারি বেকত
এ কথা কহিব কায়।।
হেথা শ্যাম রায় রাধা না দেখিয়া
পুছে রসময় কান।
কহে এক সখী শুন সুনাগর
রাধার হয়েছে মান।।
অনেক যতনে বুঝাইল রাধা
কহেন বিষয় আন।।
কেন বা মানিনী হয়েছে সে ধনী
কিসের কারণে বল।
কহে সুনাগরী শুন প্রাণ হরি
মানেতে হয়েছে ঢল।।
তোমার বচন কহিলে যখন
কেন বা আইলে বনে।
সেই সে কারণে অতি অভিমান
দ্বিজ চণ্ডীদাস ভণে।।