গৃহমাঝে রাধা কাননেতে রাধা
সকলে রাধারে দেখি।
শয়নে ভোজনে গমনে রাধিকা
রাধিকা সদাই মতি।।
প্রেমেতে রাধিকা স্নেহেতে রাধিকা
রাধিকা আরতি পাশে।
রাধারে ভজিয়া রাধাকান্ত নাম
পেয়েছি অনেক আশে।।
জ্ঞানেতে রাধিকা ধ্যানেতে রাধিকা
রূপেতে রাধিকা ময়।
সর্ব্বাঙ্গে রাধিকা স্বপ্নেহ রাধিকা
সর্ব্বত্র রাধিকা ময়।।
শ্যামের বচন আরতি ভকতি
শুনি রসমই রাধা।
চণ্ডীদাস বলে এমন পীরিতি
হৃদয়ে হৃদয়ে বাঁধা।।