গুরু দুরু বঞ্চউ উজোর চন্দ।
দুরজন-নয়ন পদহি পদ ফন্দ।।
ঐছে অতি দুরতর পন্থ সঞ্চার।
ততহিঁ কলাবতি চলু অভিসার
কি কহব মাধব প্রেমক রীত
তুয়া অনুরাগিণি ত্রিভুবন জীত।।
যাহা ধনি বাধসে ভাঙ ধুনান।
সাধসে ধাওয়ে কতহুঁ পাঁচবাণ।।
সো তোহে কুঞ্জে মিলল নিরবাধ।
গোবিন্দদাস কহ পূরল সাধ।।