গুরু দুরজন, দূরে তেয়াগিনু,
পতি ক্ষুরধার তায়।
কানুর পিরীতি, কি রীতি করিনু,
কলঙ্ক এ লোকে গায়।।
সই গো মরম কহিনু তোরে।
কানুর পিরীতি, শপতি করিতে,
যে বলু সে বলু মোরে।।
ধরম বচন, মনেতে না লয়,
করমে আছিল যে।
যে সব আদর, ভাদর-বাদর,
কেমনে ধরিব দে।।
হিয়ার পিরীতি, কহিল না হয়,
চিতে অবিরত জাগে।
জ্ঞানদাস কহে, নব অনুরাগে,
অমিয়া-অধিক লাগে।।