গুরু, কোন্ রূপে কর দয়া ভুবনে।
অনন্ত অপার লীলা তোমার, মহিমা কে জানে।।
তুমি রাধা, তুমি কৃষ্ণ, মন্ত্রদাতা তুমি ইষ্ট,
মন্ত্র জানতে সঁপে দিলে সাধু-বৈষ্ণব চরণে।।
নবদ্বীপে গোরাচাঁদ, শ্রীক্ষেত্রে হও জগন্নাথ,
সাধুবাক্য যাহাই হ’লো দয়া হবে না স্বরূপ বিনে।।
বৃন্দাবন আর গয়া-কাশী, সীতাকুণ্ড বারাণসী, মক্কা মদিনে,
তীর্থে যদি গউর পেত, ভজনে সাধন করে জীব কেনে।।
সাধু গুরুর চরণ পদ্ম, সব তীর্থ আছে বর্ত,
পাঞ্জ বলে, অবোধ মন তোর মতি সরল হবে কোন্ দিনে।।