গুরুজন পরিজন ঘুমাওল জন।
সময় জানি ধনি কয়ল পয়ান।।
নিভৃত নিকুঞ্জে মিলল বর কান।
দারুণ মদন পাওল সমাধান।।
দুহুঁ অধরামৃত দুহুঁ করু পান।
চাঁদ চকোর জনু মিলল নয়ান।।
তনু তনু মীলল পরাণে পরাণ।
গোবিন্দদাস নিগূঢ় রস গান।।
গুরুজন পরিজন ঘুমাওল জন।
সময় জানি ধনি কয়ল পয়ান।।
নিভৃত নিকুঞ্জে মিলল বর কান।
দারুণ মদন পাওল সমাধান।।
দুহুঁ অধরামৃত দুহুঁ করু পান।
চাঁদ চকোর জনু মিলল নয়ান।।
তনু তনু মীলল পরাণে পরাণ।
গোবিন্দদাস নিগূঢ় রস গান।।