গুরুজন পরিজন ঘুমল হেরি সবে
রাই কয়ল অভিসার।
সঙ্কেত কুঞ্জহি রাই মিলন আশে
কানু হোয়ল আগুসার।।
মিলল দুহুঁজনে কুঞ্জে।
কুসুম বিকশিত কোকিল গাওত
ময়ূর নাচত অলি গুঞ্জে।।
কর ধরাধরি দোঁহে কুঙ্গে প্রবেশল
শুতল কুসুম শয়ান।
রতি রস অবশ হেরি তব সখীগণ
হাসি হাসি করল পয়ান।।
ঘনঘন চুম্বন দৃঢ় পরিরম্ভণ
দুহুঁ তনু ভেল একসঙ্গ।
জলদ বিজুরি কিয়ে লখই না পারিয়ে
ঐছন সমরক রঙ্গ।।
অলসে অবশ তনু শ্রমজলে পূরল
রসাবেশে মুদিত নয়ন।
গোবিন্দদাসিয়া করু রতিরণ অবসানে
সখী সনে চামর বীজন।।