“গুণী, না কহ কানুর কথা।
শুনিতে মরমে সেইখানে হানে
উঠত দারুণ ব্যথা।।
মনের আগুণ বাঢ়ল দ্বিগুণ
নিভাইতে যদি সাধ।
যে জানে বেদনা মরমে পশিনু
তনুখানি হল আধ।।
এ বড়ি বিষম বাঁশীটী বেঁধল
বুকে বাজি পীঠে পার।
টানিলে যতনে বাহির না হয়
এ দুখে জীব কি আর।।
দারুণ শেল যে নহে নিবারণ
আর সে বিরহ-আগি।
এ দুই যাহার অন্তরে পৈশল
কি ছার জিবার লাগি।।
কাননে অনল কেহ না নিভায়
আপনি নিভায় সেই।
হৃদয়-অনল কেবা নিভাইব
বিষম আগুন এই।।
কাহারে কহিব এসব বিচার
মরম জানয়ে কে।”
চণ্ডীদাস কহে— যে জানে মরম
সে জন বেথিত দে।।