গম্ভীরা ভিতরে গোরা রায়।
জাগিয়া রজনী পোহায়।।
খেনে খেনে করয়ে বিলাপ।
খেনে রোয়ত খেনে কাঁপ।।
খেনে ভিতে মুখ শির ঘসে।
কেহ নাহি রহু পহুঁ পাশে।।
ঘন কাঁদে তুলি দুই হাত।
কোথায় আমার প্রাণনাথ।।
নরহরি কহে মোর গোরা।
রাই প্রেমে হইয়াছে ভোরা।।
গম্ভীরা ভিতরে গোরা রায়।
জাগিয়া রজনী পোহায়।।
খেনে খেনে করয়ে বিলাপ।
খেনে রোয়ত খেনে কাঁপ।।
খেনে ভিতে মুখ শির ঘসে।
কেহ নাহি রহু পহুঁ পাশে।।
ঘন কাঁদে তুলি দুই হাত।
কোথায় আমার প্রাণনাথ।।
নরহরি কহে মোর গোরা।
রাই প্রেমে হইয়াছে ভোরা।।