খোজিত ফিরতি জননি যশোমতি
আওল কুঞ্জ-কুটীর।
শুনইতে দক্ষ বিচক্ষণ-ভাষণ
চমকিত গোকুল-বীর।।
হরি হরি অব দুহু ঘুমক লাগি।
কোরে আগোরি ছরম-ভরে শুতলি
রতি-রসে যামিনি জাগি।।
রতি-রসে অবশ-কলেবর নাগর
উঠত থোরহি থোর।
প্রাণ-পিয়ারি নেহারি বদন পুন
ভোরি রহল তছু কোর।।
রাই-বদন ঘন চুম্বই সাদরে
কাতর-হৃদয় মুরারি।
নয়নক নীরহি শয়ন ভিগায়ই
হেরি বলরাম বলিহারি।।