খেলত রাধা শ্যাম রঙ্গ ভরি
বৃন্দাবিপিন সমাজ।
চুয়া চন্দন বন্দন কুঙ্কুম
রঙ্গ মুটকি ভরি সাজ।।
বৈঠল শ্যাম সঙ্গে মধুমঙ্গল
সুবল সখাদিক সাথে।
রাধা ললিতা বিশাখা আদি সহচরি
পিচকারি করি নিজ হাতে।।
কানুক পিচকারি যবহি বরিখত
একহি শত শত ধারে।
সহচরি মেলি রাই যব ডারত
কত কত শত একবারে।।
বহুবিধ রঙ্গ অঙ্গ সব ভীগত
আঁচরে মোছত মুখ।
জিতলুঁ জিতলুঁ ভাষি হাসি দেই করতালি
ক্ষণে ক্ষণে বাঢ়ত সূখ।।
গাওত বাওত আবির উড়ায়ত
কোই নাচয়ে মনরঙ্গে।
ডম্ফ রবাব সবহুঁ মেলি সুস্বর
উদ্ধব দাস তছু সঙ্গে।।