খেনে হাসয়ে খেনে রোয়।
দিশি দিশি হেরই তোয়।।
খেনে আকুল খেনে ধীর।
খেনে ধাবই খেনে গীর।।
খেনে খেনে হরি হরি বোল।
সহচরি ধরি করু কোর।।
ঐছন হেরি আগেয়ান।
সবহুঁ দগধ করু প্রাণ।।
তাহি সোয়াথ নাহি পায়।
যদুনন্দন মুখ চায়।।
খেনে হাসয়ে খেনে রোয়।
দিশি দিশি হেরই তোয়।।
খেনে আকুল খেনে ধীর।
খেনে ধাবই খেনে গীর।।
খেনে খেনে হরি হরি বোল।
সহচরি ধরি করু কোর।।
ঐছন হেরি আগেয়ান।
সবহুঁ দগধ করু প্রাণ।।
তাহি সোয়াথ নাহি পায়।
যদুনন্দন মুখ চায়।।