খুঁজে কি আর পাবি সে অধরা, সে নয়নতারা।
এই মানুষে মিশে আছে গোপী-মনচোরা।।
লীলা সাঙ্গ ক’রে গোরা স্বরূপেতে মিশে আছে মায়া-পাসরা।
স্বরূপ-রূপ রসে মিশে রসে হ’য়ে ভোরা।।
রসে আলো হয় ছেতারা, রসেতে রূপ গিল্টি করা দর্পণের পারা।
ও সে রসের নদী জোয়ার এসে বহে তিনটি ধারা।।
কারুণ্য তারুণ্যামৃত লাবণ্যেতে তিনটি অর্থ, রসিক জানে তাহা।
তারা নদীর কূলে অধর ধরে,পাঞ্জ মণিহারা।।