কো উহ নব যুবরাজ।
জলদবরণ নট সাজ।
শুনইতে তছু পরসঙ্গ।
অবশ হোয়ল সব অঙ্গ।।
বিসরলুঁ গুরুজন কাজ।
খোয়লু কুলভয় লাজ।।
ধৈরজ রহল না থোর।
নয়ন আগোরল লোর।।
যাহা রহু সো নটরায়।
তাহা চলইতে চিত ধায়।।
নরহরি যতনে নেবারি।
রহই না শকতি সম্ভারি।।
কো উহ নব যুবরাজ।
জলদবরণ নট সাজ।
শুনইতে তছু পরসঙ্গ।
অবশ হোয়ল সব অঙ্গ।।
বিসরলুঁ গুরুজন কাজ।
খোয়লু কুলভয় লাজ।।
ধৈরজ রহল না থোর।
নয়ন আগোরল লোর।।
যাহা রহু সো নটরায়।
তাহা চলইতে চিত ধায়।।
নরহরি যতনে নেবারি।
রহই না শকতি সম্ভারি।।