কোথা আছ ভাই ছিদাম সুদাম
বসুদাম আদি যত।
দেহ দরশন না রহে জীবন
ফুকরি ডাকত কত।।
কোন বনমাঝে আছ কোন কাজে
উত্তর না দেহ কেনে।
ভাই ভাই বলি করিয়া বিকলি
বুলত বনহি বনে।।
কাঁদিয়া আকুল নন্দের নন্দন
বচন না সরে মুখে।
আজি সে দুর্দ্দিন হইল মিলন
পাইল ভোজন দুখে।।
প্রাণের দোসর রাখাল সকল
তারা বা চলিল কোথা।
হৃদয় বিদারি কাটিয়া লইল
মরমে হানিয়া ব্যথা।।
কানুর রোদন বেদন দেখিয়া
চণ্ডীদাস বলে তাথে।
এ কথা যে জন করিল তখন
জানিয়াছি অনুরথে।।