আহা।
কে না সুতীত্থে তপ কৈল ভাগ্যমতী।
কে নারী কাহ্নের সঙ্গে করে সুরতী।।
কাহ্ন বিনী আভাগিনী গোপ যুবতী।
দেখ সহ্মে নিকুঞ্জে গোবিন্দ গেলা কতী।।
হরি হরি।
সুন্দর সে গীত গাআঁ বাঁআ করতালী।
দেখ পাঅ চিহ্ন কথাঁ গেলা বনমালী।।ধ্রু।।
কে না কুশক্ষেত্রে বিধিবতেঁ কৈল দান।
কাহার ফলিল পুক্ষর পুন্য সিনান।।
কাহাকে মিলিল আজি অষ্ট মহাসিধী।
কারেঁ হাথেঁ হাথেঁ নিআঁ বিধি দিল নিধী।।
কে না কেদারশির পরসিল করে।
কে না তপ তপিল বদরী বটেশ্বরে।।
কে গাঅ তেজিল গঙ্গাসঙ্গত সাগরে।
যা লআঁ কুঞ্জে কুঞ্জে বুলে গদাধরে।।
হেনমতেঁ বিলাপিলা সকল যুবতী।
লাগ না পাইআঁ দেব আধিপতী।।
রোষিল রাধিকা দিল খর বচন।
গাইল বড়ু চণ্ডীদাস বাসলীগণ।