আহা কে না সুতীথে তপ কৈল ভাগ্যমতী

আহা।

কে না সুতীত্থে তপ কৈল ভাগ্যমতী।
কে নারী কাহ্নের সঙ্গে করে সুরতী।।
কাহ্ন বিনী আভাগিনী গোপ যুবতী।
দেখ সহ্মে নিকুঞ্জে গোবিন্দ গেলা কতী।।
হরি হরি।
সুন্দর সে গীত গাআঁ  বাঁআ করতালী।
দেখ পাঅ চিহ্ন কথাঁ গেলা বনমালী।।ধ্রু।।
কে না কুশক্ষেত্রে বিধিবতেঁ কৈল দান।
কাহার ফলিল পুক্ষর পুন্য সিনান।।
কাহাকে মিলিল আজি অষ্ট মহাসিধী।
কারেঁ হাথেঁ হাথেঁ নিআঁ বিধি দিল নিধী।।
কে না কেদারশির পরসিল করে।
কে না তপ তপিল বদরী বটেশ্বরে।।
কে গাঅ তেজিল গঙ্গাসঙ্গত সাগরে।
যা লআঁ কুঞ্জে কুঞ্জে বুলে গদাধরে।।
হেনমতেঁ বিলাপিলা সকল যুবতী।
লাগ না পাইআঁ দেব আধিপতী।।
রোষিল রাধিকা দিল খর বচন।
গাইল বড়ু চণ্ডীদাস বাসলীগণ।



অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ