কোন্ বিধি সিরজিল কুলবতী নারী।
সদা পরাধীন ঘরে রহি একেশ্বরী।।
ধিক্ রহু হেন জন হয়ে প্রেম করে।
বৃথা সে জীবন রাখে তখনি সে মরে।।
বড় ডাকে কথাটি কহিতে যে না পারে।
পরপুরুষেতে রতি ঘটে কেন তারে।।
এ ছার জীবনের মুই ঘুচাইনু আশ।
চণ্ডীদাস কহে কেন ভাবহ উদাস।।