কেহ হও দাম শ্রীদাম সুদাম
সুবলাদি যত সখা।
চল যাব বনে নটবর সনে
কাননে করিব দেখা।।
পর পীতধড়া মাথে বাঁধ চূড়া
বেণু লও কেহ করে।
হারে রে রে বোল কর উচ্চ রোল
যাইব যমুনাতীরে।।
পর ফুলমালা সাজাহ অবলা
সবারে যাইতে হবে।
দাম বসুদাম সাজ বলরাম
যাইতে হইবে সবে।।
যোগমায়া তখন কহিছে বচন
রাখাল সাজহ রাই।
চণ্ডীদাস ভণে দেখিগে নয়নে
আমি তবে সঙ্গে যাই।।