কেহ বা আছিল শিশু কোলে করি
পিয়াইতেছিল স্তন।
দুগ্ধপোষ্য বালা ভূমে ফেলি গেলা
ঐছন তাহার মন।।
চলিল গমন সেই বৃন্দাবন
কাঁদিতে লাগিল শিশু।
তেমতি চলিল সব পরিহরি
চেতন নাহিক কিছু।।
কোন জন ছিল পতির শয়নে
ঘুমে অচেতন হয়ে।
হেন বেলে শুনি মুরলীর ধ্বনি
উঠিল চেতন পেয়ে।।
বিচিত্র বসনে মুখানি মুছিয়া
চলল পতিরে ত্যজি।
পতি-কোল সেই ত্যজিল তখনি
চলিল বনেতে সাজি।।
কোন গোপী ছিল কোন আরস্তনে
ত্যজিয়া তখনি চলে।
রসের আবেশে কিছু নাহি জানে
কারে কিছু নাহি বলে।।
কোন জন ছিল বেদনে দুঃখিত
অঙ্গেতে আছিল দোষ।
শুনি বংশীগীত অঙ্গ পুলকিত
সব দূরে গেল শোষ।।
চণ্ডীদাস বলে কি বা সে দেখল
অপার অখল রামা।
তেঁই সে প্রেমেতে বন্ধন সবাই
গোপের রমণী জনা।।