কেমন এক রীত এক পরাণ চিত
তনু তিলেক না ভিন।
দোঁহে দূতী বিনু পিরিতি বাঢ়ায়লুঁ
পর কৈছে পাএল চিন।।
সজনি এ মোহে লাগল ধন্দ।।
বিহিক চরিত চিতে অনুমানিয়ে
কাহে কলঙ্কিত চন্দ।।
যতয়ে পিরিতি গোপত করি মানিয়ে
ততয়ে হোয়ে পরচার।
ঝাঁপল আগি ধূম জনু নিকসই
অইছন প্রেম বিচার ।।
দরশনে যো জন কতয়ে আদর করু
সো অব কহ কত মন্দ।
জ্ঞানদাস কহে জানহুঁ ঐছন
হোয়ে পিরিতি-অনুবন্ধ।।