কেন তুমি যাবে কামিনী তেজিয়া
কাতর করিয়া কান।
কেমনে বাঁচিব কহ কহ শুনি
কাতর হইল প্রাণ।।
করমের ফল কি করল বিধি
কোন কোন ফল মানি।
কার কত কন করি অপরাধ
কখন নাহিক জানি।।
কেন বা করিলে কামিনী সহিত
কঠিন পীরিতি লেহা।
কামনা রতিক কখন হারাব
কাতর কঠিন দেহা।।
কুলে দিলে কালী করিলে কুলটী
কলঙ্ক হইল সারা।
কেমন করিয়া কামিনী বঞ্চব
কুল শীল হল হারা।।
কানন নিকুঞ্জে করিলে কালিয়া
কামিনী করিতে রাস।
কামে মত্ত হয়ে কালিন্দীর তীরে
করিলে কঠিন রাস।।
কত কত ভেল কানন-বিরহ
করিলে কপটপনা।
কুলবতী শত করিলে বেকত
ছাড়িয়া কুলের বামা।।
কহিল তোমারে কাঁধে করিবারে
কোথারে চলিলা কালা।
কাতর পরাণ কালা কালা করি
কঠিন পাইল জ্বালা।।
কহে চণ্ডীদাসে কাতর হইয়া
কানুর চরণে বাণী।
করে কর ভরি না জানি কখন
বিষ পান করে ধনী।।