কেনে মান করিনু লো সই।
গোরা গুণনিধি গেল কই।।
তেজিলাম যদি বঁধুয়ায়।
কেনে প্রাণ নাহি বাহিরায়।।
আমি ত তেজিনু গৌরহরি।
তোরা কেনে না রাখিলি ধরি।।
এবে গেহ দেহ শূন ভেল।
গৌর বৈমুখ ভৈ গেল।।
এবে কেন মিছা হা হুতাশ।
বাসু কহে পূরিবেক আশ।।