কৃষ্ণ হলধর বিমুখ অন্তর
লাজেতে না সরে বাণী।
আন ছলা করি কহেন বচন
কেহ সে নাহিক জানি।।
উঠ উঠ বলি কহে বসুদেব
শুনহ বচন মোর।
তোমার নিবিড় পীরিতি আরতি
আন কি জানয়ে ওর।।
নন্দ যশোমতী স্নেহের পীরিতি
কহিতে কহিব কত।
এ মহীমণ্ডলে নাহিক গণনা
আদর পীরিতি যত।।
স্নেহ ভাবে ভাল পাওল সম্পদ
তুমি সে পবিত্র লেখি।
এ মহীমণ্ডল গণিতে বিস্তর
এমন নাহিক দেখি।।
কৃষ্ণ বলরাম কেবল তোমার
নহেন আনের বশে।
না হলে এত কি আনের শকতি
কহেন এ চণ্ডীদাসে।।