কৃষ্ণ প্রেম করব বলে ঘুরে বেড়াই জনম ভরে
সে প্রেম করবে বলে ষোল খানা–এক রতির সাধ মিটল না রে।
যেমন চণ্ডীদাস আর রজকিনী হয়,
তারা এক মরণে দুইজন মরে–সাধু লোকে কয়।
আবার চণ্ডীদাস মরিয়া গেলে রজকিনী বাঁচায় তারে।
যার যে আছ, যায় তার কাছে
লালন কয়, আমার দিন তো যায় কাঁদিতে।