কৃষ্ণ দু-আখর অতি মনোহর
শুনিলুঁ মধুর গান।
তাথে পরমাদ চিতে উনমাদ
আন না শুনয়ে কান।।
এ চিত্রপটেতে নবীন মূরতি
নব ঘন জিনি তনু।
ইহার দরশে পরম হরিষে
মগ্ন ভেল মন জনু।।
এ সব শুনিয়া সখীগণ-হিয়া
আনন্দ পায়ল অতি।
এ যদুনন্দন দাস এই ভণে
ভালে সে চিন্তিত মতি।।