কুসুম তোরএ গেলাহু জাহাঁ।
ভমর অধর খণ্ডল তাহাঁ।।
তেঁ চলি অয়লাহুঁ জমুনা তীর।
পবন হরল হৃদয় চীর।।
এ সখি সরুপ কহল তোহি।
আনু কিছু জনি বোলসি মোহি।।
হার মনোহর বেকত ভেল।
উজর উরগ সংসঅ গেল।।
তেঁ ধসি মজুরে জোড়ল ঝাঁপ।
নখর গাড়ল হৃদয় কাঁপ।।
ভনে বিদ্যাপতি উচিত ভাগ।
বচন-পাটবে কপট লাগ।।