কুসুম তুড়ি দুহু সেজ বিছায়ল
শুতল নিভৃত নিকুঞ্জে।
মধুমত্ত ভ্রমরী মৃদু মৃদু ঝঙ্করু
বিকসিত ফল ফুল পুঞ্জে।।
বিনোদিনী রাধা মাধবকোরে।
তমালে বেঢ়ল জনু কনক লতাবলি
দুহুরূপ অতিহু উজোরে।।
ভুজে ভুজে বন্ধ করি যব সুন্দরী
শ্যামরু কোরে ঘুমায়।
রতিরসে অবশ দুহুক তনু জর জর
প্রিয় সখি চামর ঢুলায় ।।
সুবাসিত নীর ঝারি ভরি সহচরি
রাখত দুহু জন পাস।
মন্দির নিকটে আন থলে শুতলি
সহচরি গোবিন্দদাস।।