কুসুম-আসন হেরি বামে কিশোরী গোরি
বৈঠল কুঞ্জ-কুটীরে।
চিবুকে দক্ষিণ কর ধরি প্রিয় গিরিধর
মুখানি নিছিয়া লেই শিরে।।
দেখ সখি অপরূপ ছান্দে ।
প্রেম জলধি মাঝে ডুবল দুহুঁ জন
মনমথ পড়ি গেল ফান্দে।
রতন পালঙ্ক পর শেজ বিরাজিত
শুতল যুগল কিশোর।
স্মের মধুর মুখ পঙ্কজ মনোহর
মরকত কাঞ্চন জোর।।
প্রিয় নর্ম সহচরি বীজন করে ধরি
বীজই মরুত মন্দ।
শ্রমজল সকল কলেবর মীটল
হেরই পরম আনন্দ।।
নরোত্তম দাস আশ পদপঙ্কজ
সেবন-মধুরিম-পানে।
নিজ নিজ কূঞ্জে নিন্দ গেও সখিগণ
প্রিয়জন সেবই বিধানে।।