কুসুমে ভরল নব পল্লব দোল।
মধু পিবি মধুকর মধুকরী ভের।।
তাহে কুহু কোকিল পঞ্চম গায়।
দোঁহার আরতি মৃদু চন্দন বায়।।
পুনমিক রাতি মোহন ঋতুরাজ।
বৈদগধি বিদগধ মীলল সুসাজ।।
নাহ নীলমণি বরণ সুঠান।
রাই কাঞ্চন মুকুর দশবাণ।।
দোঁহে দোঁহা হেরইতে ভৈ গেল ভোর।
রাই ভেল শ্যাম শ্যাম ভেল গোর।।
আলিঙ্গন করইতে উপজল হাস।
ও রস বলিহারি গোবিন্দদাস।।