কুসুমে খচিত রতনে রচিত
চিকণ চিকুর-বন্ধ।
মধুতে মুগধ সৌরভে লুবধ
খুবধ মধুপ বৃন্দ।।
ললাট-ফলক পটীর তিলক
কুটিল অলকা সাজে।
তাণ্ডবে পণ্ডিত কুণ্ডলে মণ্ডিত
গণ্ড-মণ্ডল রাজে।।
ও রূপ দেখিয়া সতী কুলবতী
ছাড়ল কুলের লাজ।
ধরম করম সরম ভরম
মাথাতে পড়িল বাজ।।
অপাঙ্গ-ইঙ্গিতে ভাঙর ভঙ্গিতে
অনঙ্গ-রঙ্গিত সঙ্গ।
মদন-কদন হোয়ল সদন
জগত-যুবতি-অঙ্গ।।
অধর বন্ধুক মাধ্বীক-অধিক
আধ মধুর হাসি।
বেলিনি অলসে কলসে কলসে
বময়ে অমিয়া-রাশি।।
কুন্দ-দাম ঠামহি ঠাম
কুসুম-সুষম পাঁতি।
ততহিঁ লোলুপ মধুপী মধুপ
উড়িয়া পড়য়ে মাতি।।
হিরণ হীর বিজুরী থীর
শোহন মোহন দেহে।
অরুণ-কিরণ- হরণ বসন
বরণে যুবতী মোহে।।
কাম চমক ঠাম ঠমক
কুন্দন-কনক-গোরা।
মত্ততা-সিন্ধুর- গমন-মন্থর
হেরিয়া ভুবন ভোরা।।
কঞ্জ-চরণ খঞ্জন-গঞ্জন
মঞ্জু মঞ্জীব ভাষ।
ইন্দু- নিন্দন নখর-ছন্দন
বনি বলিরাম দাস।।