কুসুমিত কানন কুঞ্জকুটীরে।
তহি রস বিলসই কানু মধুরে।।
ধনি কর ধরি তব বোলত কান।
সুন্দরি দেহ মোরে সুরতি দান।।
আজু মন মানস পুরাহ মোর।
অধর সুধারস পীবউ তোর।।
তুয়া কুচকলস পরশ ভেল সাধ।
না করহ সুন্দরি ইহ সুখবাদ।।
সো বিহি মোহে রাখব যত দিন।
হাম ভেল কেবল তুহারি অধীন।।
ইথে যব হাম কবহুঁ করি আন।
তথি লাগি মধ্যত রহল পাঁচবাণ।।
অনুনয় করই কহই লহু বাত।
ধনি কর লেই ধঅলি নিজ মাথ।।
হাসি কহই তহি রসবতী নারী।
শেখর কহে তুয়া যাঙ বলিহারি।।