কুসুমিত-কাননে শেজ বিছাই।
নিজ-তনু ছায়রি নিরখিতে রাই।।
নাগর-ভরমে আদর বহু করই।
না দেখি চকিত-নয়নে পুন রহই।।
খেনে খেনে ভূষণ পরে পুন তেজ।
খেনে খেনে বৈঠি বিছায়ত শেজ।।
চন্দ্রশেখর কহে প্রেমক রীত।
অদরশে দরশ করত পরতীত।।
কুসুমিত-কাননে শেজ বিছাই।
নিজ-তনু ছায়রি নিরখিতে রাই।।
নাগর-ভরমে আদর বহু করই।
না দেখি চকিত-নয়নে পুন রহই।।
খেনে খেনে ভূষণ পরে পুন তেজ।
খেনে খেনে বৈঠি বিছায়ত শেজ।।
চন্দ্রশেখর কহে প্রেমক রীত।
অদরশে দরশ করত পরতীত।।