কুলবত কোই নয়নে জনি হেরই
হেরত পুন জনি কান।
কানু হেরি জনি প্রেম বাঢ়াওই
প্রেম করই জনি মান।।
সজনি অতয়ে মানিয়ে নিজ দোখ।
মান-দগধ জিঁউ অবহু না নিকসয়ে
কানু সঞে কি করব রোখ।।
যো মঝু চরণ- পরশ-রস-লালসে
লাখ মিনতি মুঝে কেল।
তাকর দরশন বিনে তনু জরজর
পরশ পরশ-সম ভেল।।
সহচরি মেলি লাখ সমুঝাওলি
সো নাহি শুনলোঁ হাম।
গোবিন্দদাস কহ সরস বচনামৃতে
অব বাহুড়ায়ব কান।।