কুবুজা কহেন চরণে পড়িয়া
তুমি সে পরাণ-পতি।
মুই কি জানিব তোমার শকতি
অবলা যুবতী মতি।।
কহেন গোবিন্দ কুবুজা পরশি
তুমি সে উত্তম রামা।
তোমার ভকতি স্বভাব শকতি
দেখিল কটাক্ষ প্রেমা।।
পড়িয়া ভূতলে কান্দি কিছু বলে
মোর অপরাধ ক্ষেম।
মুই মূঢ় জাতি করিল যুবতী
তিলে কত হই ভূম।।
তুমি সনাতন পরম কারণ
দেবের দেবতা তুমি।
কেনে হই মুই অধম দুর্গতি
কিসে বা আমারে গণি।।
চণ্ডীদাস বলে তোমার ভকতি
নিবিড় অন্তরে লেহা।
তথির কারণে পরশ পাইয়া
বিলক্ষণ হল দেহা।।