কুবলয় কুমুদিনি চউদিস ফুল।
কেরব কোকিল দহ দিস ভূল।।
খনে কর সাদ খনহি কর খেদ।
বেসন বিষধর পঢ়জ নিবেদ।।
আএল রে বসন্ত রিতুরাজ।
ভমরে বিরহে চলু ভমরি সমাজ।।
উরি উরি পরেবা সবে গোপি মেলি।
কাহ্না পৈসল জনি কর কেলি।।
গোপি হসলি অপন মুখ হেরি।
চান্দ পলাঅল হরিণক সেরি।।
ভনই বিদ্যাপতীত্যাদি।

পাঠান্তর :–
কুবলঅ কুমুদিনি চউদিস ফূল।
কোকিল কলরবে দহ দিস ভূল।।
আএল বসন্ত সময় রিতুরাজ।
বিরহে ভমরি চলু ভমর সমাজ।।
উরি উরি পরেবা বহু গোপি মেলি।
কাহ্ন পইসল বন কর জল কেলি।।
রাধা হসলি অপন মুখ হেরি।
চাঁদ পড়াএল হরিনক সেরি।।
খনে কর সাসা খনে কর খেদ।
বইসল বিসধর পঢ় জনি বেদ।।
ভোগী অছল মহেসর ভেল।
পান তমোর হাথ কএ দেল।।
মধুএ পিবিএ পিবি সুতলা হে সেজ।
ধএল সুধাকরে অরুনক তেজ।।
ভনই বিদ্যাপতি সময়ক অন্ত।
ন থিকএ বরসা ন থিক বসন্ত।।