কুঞ্জে কুসুম হেরি পন্থ নেহারই
সহচরি মেলি আনন্দে।
নিশি-দিশি রতন- প্রদিপ কত জারত
ঝলমল করতহি ছন্দে।।
সুন্দরি শেজ বিছায়লি রঙ্গে।
আয়ব মদন- বিনদ রস-গাহক
বিলসব বিনদিনি সঙ্গে।।
মৃগমদ চন্দন তনু পরিলেপব
গন্ধ মহোৎসব কুঞ্জে ।
কোকিল ভ্রমর মনোহর গাওই
মুরছিত রতি-পতি-পুঞ্জে।।
কাতর-নয়নে সম্ভাষই সহচরি
কাহে বিলমায়ত কান।
গোবিন্দদাস কহই অব না শুনিয়ে
সঙ্কেত-মুরলি নিসান।।