কুঞ্চিত অলক উপরে অলি মাতল
মৌলিক মালতী মালে।
চূড়া চিকুর চারু শিখিচন্দ্রক
অর্দ্ধক চারু কপালে।।
সখি বড়ই বিনোদিয়া কান।
কুটিল কটাখে লাখ লাখ কুলবতী
ছাড়ল কুল-অভিমান।।
মরকত মঞ্জু মুকুর মুখমণ্ডল
কাম-কামান ভুরুভঙ্গি।
মলয়া চন্দন ভালে বিলেপন
যাহা দেখি চান্দ কলঙ্কী।।
পীতবসন মণি অভরণভূষিত
উরে লম্বিত বনমালে।
গোবিন্দদাস কহ অপরূপ হেরলু
বিজুরী তরুণ তমালে।।